Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

গাজায় বোমা হামলায় নিহত ৭৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ২০ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

গাজায় বোমা হামলায় নিহত ৭৩

ফাইল ছবি

ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গভীর রাত পর্যন্ত বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অনেকে আহত হয়েছেন। অনেকে ধ্বংসাবশেষের নিচে এখনো আটকে আছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। খবর-বিবিসি

হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম জানিয়েছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বোমা হামলা করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা হামলায় ৭৩ জন নিহতের তথ্য জানিয়েছে। তবে বিবিসি হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বেসামরিক লোকদের সম্ভাব্য ক্ষতি এড়াতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। হতাহতের সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে। 

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেত লাহিয়াতে যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer