Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুড়িয়ে দেয়া হয়েছে ব্যালট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পুড়িয়ে দেয়া হয়েছে ব্যালট

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। এমন অবস্থায় আগাম ভোট সংগ্রহের ব্যালট বাক্স পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে ওয়াশিংটনসহ একাধিক অঙ্গরাজ্যে। চলতি মাসে এধরণের তৃতীয় ঘটনা এটি। স্থানীয় সময় সোমবার ভোরে ওয়াশিংটন আর অরেগন অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় ব্যালট বাক্সের আগুন দেয়ার আলাদা দু'টি ঘটনা ঘটেছে।

নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও প্রকাশ করে দুষ্কৃতিকারীকে ধরতে সহায়তা চেয়েছে পোর্টল্যান্ড পুলিশ। জানানো হয়েছে, আগুন লাগানোর জন্য একটি ডিভাইস ব্যালট বক্সের সাথে যুক্ত করে ঘটনাস্থল ছাড়েন সন্দেহভাজন দুষ্কৃতিকারী। রাত সাড়ে তিনটায় ব্যালটবাক্সে আগুন লাগলে মাল্টনোমাহ কাউন্টির নির্বাচনী বিভাগে কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে তা নেভানো হয়েছে।

চলতি মাসের শুরুতে ওয়াশিংটনের ভ্যানকুভারে এধরনের আগুন দেয়ার আরেকটি ঘটনায় ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের ঘটনায় বেশিরভাগ ব্যালট অক্ষত আছে বলে দাবি করেছে স্থানীয় নির্বাচনী দপ্তর। জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যালট গণনার জন্য অক্ষত অবস্থায় না থাকালে সংশ্লিষ্ট ভোটারদের সাথে যোগাযোগ করে আবার ভোটদানের জন্য ডাকা হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer