Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

ছবি- সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন ইরান সমর্থিত ওই গোষ্ঠীর উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। 

গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। তাকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এরপর নাইম কাসেমকে হাসান নাসরুল্লাহর উত্তরসূরি নির্বাচিত করা হলো।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “তারা দোয়া করে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দেন।”

৭১ বছর বয়সি কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর ‘দ্বিতীয়’ শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer