Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি। তবে এর আগেই সোমবার (২৮ আক্টোবর) ডেলাওয়ার থেকে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এই ভোটকেন্দ্র বাইডেনের বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনের বেশ কাছাকাছি অবস্থিত।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তাকে লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায়। এমনকি হুইলচেয়ারে করে আসা একজন বৃদ্ধা নারীকেও সাহায্য করেন বাইডেন।

ভোট দেওয়ার আগে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু কেন সপ্তাহখানেক আগেই ভোট দিলেন বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। দেশটির বহু নাগরিক নির্ধারিত দিনের আগে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। বাইডেনও ছিলেন সেই তালিকায়।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, সোমবার ভোট দেবেন বাইডেন। এদিন তিনি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেন। জানা গেছে, ডেলাওয়ার বরাবরই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। ১৯৭৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত সেখানকার সিনেটর ছিলেন জো বাইডেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer