Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

কত সম্পদের অধিকারী ট্রাম্প?

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৬ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

কত সম্পদের অধিকারী ট্রাম্প?

ফাইল ছবি

হোটেল, আবাসন, গল্ফের মাঠ-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সংস্থার। এ ছাড়া ট্রাম্পের মালিকানাধীন অপর একটি সংস্থার অধীনে একটি সমাজমাধ্যমও রয়েছে।

হোয়াইট হাউসে ফের এক বার প্রবেশ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জাদু সংখ্যা পার করে জয় নিশ্চিত করে ফেলেছেন তিনি। ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয়-ভাষণে এই মুহূর্তকে ‘আমেরিকার স্বর্ণযুগ’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। হোয়াইট হাউসে বছর আটাত্তরের ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পর থেকেই আবারও চর্চা শুরু হয়েছে তাঁর সম্পত্তির হিসেবনিকেশ নিয়ে। নির্মাণ, সমাজমাধ্যম-সহ বিভিন্ন ক্ষেত্র থেকেই নিয়মিত আয় রয়েছে তাঁর।

আমেরিকার হবু প্রেসিডেন্টের মোট সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ স্পষ্ট না থাকলেও, একাধিক আন্তর্জাতিক প্রকাশনায় তাঁর মোট সম্পত্তির একটি অনুমানিক অঙ্ক প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, ২০১৫ সালে (প্রথম বার প্রেসিডেন্ট হওয়ার আগে) ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ছিল প্রায় ১০০০ কোটি ডলারের আশপাশে। ভারতীয় মুদ্রায় ৮৪ হাজার ৩১১ কোটি টাকার কাছাকাছি। যদিও সাম্প্রতিক কিছু প্রতিবেদনে জানা গিয়েছে, এক দশক আগে যা ছিল, তার থেকে বর্তমানে সম্পত্তির পরিমাণ কমেছে।

‘ফোর্বস্‌’-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের নভেম্বর মাসের হিসাবে ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ৬৬০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার ৬৪৫ কোটি টাকার আশপাশে। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর ২০২৪ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, ট্রাম্পের আনুমানিক সম্পত্তি ছিল ৭৭০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় ৬৪ হাজার ৯৩০ কোটি টাকার কাছাকাছি।

ট্রাম্প কোটি কোটি টাকার মালিক হলেও, মুকেশ অম্বানী বা বিশ্বের প্রথম সারির ‘ধনকুবের’দের ধারেকাছেও আসেন না ট্রাম্প। যেমন, অম্বানীর বর্তমানে আনুমানিক সম্পত্তি ১০ হাজার কোটি ডলারেরও বেশি। এ বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচার করেছেন ‘টেসলা’ কর্ণধার ইলন মাস্ক। 

ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কও দৃশ্যত বেশ ভাল। টেসলা কর্ণধারের সম্পত্তিরও আশেপাশে নেই ট্রাম্পের সম্পত্তি। ইলনের মোট সম্পত্তি ২৫ হাজার কোটি ডলারেরও বেশি। ‘মাইক্রোসফ্‌ট’-এর প্রাক্তন সিইও বিল গেটস্‌ও ১০ হাজার কোটি ডলারের মালিক। ‘অ্যামাজ়ন’ কর্তা জেফ্‌ বেজ়োসের মোট সম্পত্তি ২১ হাজার কোটি ডলারের। ‘মেটা’ কর্ণধার মার্ক জ়ুকারবার্গও ১৯ হাজার কোটির সম্পত্তির মালিক।

ট্রাম্পের এই সম্পত্তির একটি বড় অংশ আসে নির্মাণ ক্ষেত্র, সমাজমাধ্যম-সহ অন্য ক্ষেত্রগুলিতে তাঁর ব্যবসায়িক বিনিয়োগ থেকে। বিলাসবহুল আবাসন, হোটেল, গল্ফের মাঠ রয়েছে ‘দ্য ট্রাম্প অর্গানাইজ়েশন’-এর মালিকানায়। ম্যানহ্যাটনতে ট্রাম্প টাওয়ারেরও মালিক এই সংস্থা। এ ছাড়া মায়ামিতে ট্রাম্পের মালিকানাধীন সংস্থার একটি গল্ফ রিসর্ট রয়েছে। ম্যানহ্যাটনের অভিজাত এলাকায় একাধিক নির্মাণে তাঁর সংস্থার লগ্নি রয়েছে।

আমেরিকার হবু প্রেসিডেন্টের মালিকানায় রয়েছে ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’। এই সংস্থার অধীনে রয়েছে একটি সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’। ট্রাম্পের মোট সম্পত্তিতে এই সংস্থারও একটি বড় ভূমিকা রয়েছে। পাশাপাশি কিছু রিয়েলিটি শো এবং বইয়ের থেকেও রাজস্ব পান তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer