ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্পের নিরঙ্কুশ বিজয়ের পর মার্কিন জনগণের উদ্দেশে ভাষণ দিতে প্রস্তুত প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বাইডেনের ভাষণটি হবে নির্বাচনের ফলাফল সম্পর্কে, যেখানে ট্রাম্প বড় ব্যবধানে জয়ী হয়েছেন এবং এর ফলে রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।
এর আগে বুধবার ডেমোক্র্যাটিক ভোটারদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কমলা হ্যারিস, যারা আশা করেছিলেন তিনি প্রথম মহিলা হিসেবে হোয়াইট হাউজ জয় করবেন।
ট্রাম্পের অভিষেক পর্যন্ত হস্তান্তর প্রক্রিয়ায় বাইডেনের মতো তিনিও সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার দেশের জন্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য তিনি প্রস্তুত নন বলেও জানিয়েছেন। ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেন তাকে হোয়াইট হাউজে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। তবে বৈঠকের সময় নির্দিষ্ট করা হয়নি।
তবে আগামী দিনগুলোতে ট্রাম্প তার মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রক্রিয়ায় ব্যস্ত থাকবেন বলেও জানিয়েছে প্রচারণা শিবির।