ফাইল ছবি
মেক্সিকোতে একটি গাড়িতে দুই শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।দেশটির কর্মকর্তারা বলছেন দেশটিতে চলমান সহিংসতার শিকার হয়ে তারা মারা যেতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জান যায়।
প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলো শিলপানসিংগো শহরে পাওয়া গেছে। গত মাসে এই শহরের মেয়রকে শিরোশ্ছেদ করে হত্যা করা হয়েছিল। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। একে হত্যাকাণ্ড বিবেচেনা করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
চিলপানসিঙ্গো শহরে প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষ বাস করেন। অনেকদিন ধরে এই শহরটিতে আরডিলোস এবং তলাকোস নামে দুটি ড্রাগ গ্যাংয়ের মধ্যে যুদ্ধ চলছে। এর বলি হচ্ছে সাধারণ মানুষ।
সরকারি পরিসংখ্যান অনুসারে, উত্তর আমেরিকার এই দেশটির সরকার মেক্সিকান সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করার পর ২০০৬ সাল থেকে সারা দেশে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার লোক।