Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের কথা স্বীকার নেতানিয়াহুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের কথা স্বীকার নেতানিয়াহুর

ফাইল ছবি

অবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার বিস্ফোরণে অনুমোদন দেয়ার কথা স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার ইসরাইলি সরকারের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।প্রতিবেদনে বলা হয়েছে,  লেবাননে পেজার বিস্ফোরণের আগে ইসরাইলি প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। ইসরাইলের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতে হিজবুল্লাহর যোদ্ধারা নিজেদের মধ্যে জরুরি বার্তা আদান প্রদানের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে।

গত সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণে  ৪০ জন ‍নিহত ও ৩ হাজারের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় ইসরাইলকে দায়ী করে হিজবুল্লাহ ও ইরান।

এদিকে গাজা ও লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার জাবালিয়াসহ অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন জায়গায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব ঘটনায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার দাবি, গাজায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার পাশাপাশি লেবাননেও বিমান হামলা ও অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। রোববারও দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে হামলা চালানো হয়। এদিনও নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। জবাবে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

অন্যদিকে গাজা যুদ্ধের ৪শ তম দিনে গত শনিবার বন্দিমুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় নামেন হাজারো ইসরাইলি। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে পদচ্যুত করা ও যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে কাতার সরে আসায় বন্দিমুক্তি নিয়ে উদ্বেগ জানান তারা। দীর্ঘ আলোচনার পরও যুদ্ধবিরতির চুক্তি না হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইসরাইলের সাধারণ মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer