Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৯ ১৪৩১, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

ট্রাম্প-পুতিন ফোনালাপের খবর মিথ্যা : ক্রেমলিনের দাবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ট্রাম্প-পুতিন ফোনালাপের খবর মিথ্যা : ক্রেমলিনের দাবি

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের দাবি পুরোপুরি মিথ্যা। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ দাবি করেছে। খবর এএফপির।

রোববারের ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় ট্রাম্প ইউক্রেন সংঘাত না বাড়াতে পুতিনকে আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়ে। কথোপকথনে ইউরোপে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এ ধরনের কোনো ফোনালাপ হয়নি।

এদিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ওপর রোববার রাতভর ড্রোন হামলা চালিয়েছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর ইউক্রেনে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। চলমান ইউক্রেন যুদ্ধে এক রাতে এত বেশিসংখ্যক হামলার ঘটনা আগে ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, গত রাতে ইউক্রেনে শাহেদ ড্রোন ও অন্য ড্রোন ব্যবহার করে ১৪৫টি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে আরও বেশি করে পদক্ষেপ নেওয়ার জন্য কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer