Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

চীনে এয়ার শো’র আগে গাড়িচাপা : ৩৫ জন নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১২ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

চীনে এয়ার শো’র আগে গাড়িচাপা : ৩৫ জন নিহত

ছবি- সংগৃহীত

চীনে লোকজনের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দক্ষিণ চীনের ঝুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়ামরত লোকদের ওপর গাড়ি তুলে দেয় ৬২ বছর বয়সী এক চালক। এতে হতাহতের ঘটনা ঘটে।পরে, মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানায়।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালককে আটক করা হয়েছে। তবে এটি হামলা নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।প্রতিবেদন মতে, ঘটনাটি ঘটেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) আয়োজিত ঝুহাই এয়ার শো’র একদিন আগে, যা মঙ্গলবার খোলা হয়েছিল। 

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই চালকের পারিবারিক নাম ফ্যান বলে জানা গেছে। ঝুহাইয়ের শ্যাং চং হাসপাতালের জরুরি ক্লিনিকের একজন কর্মী জানিয়েছেন, সেখানে কয়েকজন আহত ব্যক্তি গিয়েছিলেন, যারা চিকিৎসার পর চলে গেছেন।
 
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিওতে, একজন অগ্নিনির্বাপক কর্মীকে এক ব্যক্তির ওপর সিপিআর করতে দেখা গেছে। এছাড়া লোকজনকে ঘটনাস্থল ছেড়ে যেতে বলা হয়েছে। নিউজ ব্লগার এবং ভিন্নমতাবলম্বী লি ইং শেয়ার এসব করেছেন, যিনি এক্সে ‘টিচার লি’ নামে বেশি পরিচিত।

এপি জানিয়েছে, চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে ঘটনাস্থল বা ওই স্পোর্টস সেন্টারের নাম সার্চ করে গুটিকয়েক পোস্ট পাওয়া গেছে, যেখানে ‘কিছু ঘটেছিল’ বলে উল্লেখ করা হয়েছে। তবে পোস্টগুলোতে কোনো ছবি বা বিস্তারিত কিছু পাওয়া যায়নি। সোমবার রাতের এ ঘটনা সম্পর্কে চীনা মিডিয়ার প্রতিবেদনগুলোও সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে এপি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer