Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৯ ১৪৩১, রোববার ২৪ নভেম্বর ২০২৪

সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ২৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা

ছবি- সংগৃহীত

সীমান্ত এলাকায় জড়ো হয়েছে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা। যে কোনো সময় তারা যুদ্ধে নামবে। তবে উত্তর কোরিয়ার এই সেনারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে না। বরং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তেই সীমান্তে হাজির হয়েছেন তারা।

সীমান্তে উত্তর কোরিয়ার সেনা সমাবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্রও। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, এই সেনারা শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামবে।

পশ্চিমাদের বিশ্বাস, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছেন। অস্টিনের ভাষায়, ওই সেনাদের রাশিয়ান ফরমেশনের সঙ্গে খাপ খাওয়ানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত উত্তর কোরীয় সেনা সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছে, এমন উল্লেখযোগ্য কোনো প্রতিবেদনও দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকার এবং একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে, পিয়ংইয়ংকে তেল, অ্যান্টি এয়ার-মিসাইল এবং আর্থিক সহায়তা করেছে রাশিয়া। বিনিময়ে রাশিয়ায় সেনা পাঠাচ্ছেন কিম জং উন।

কিয়েভের অভিযোগ, ইউক্রেনের পুনঃদখল করা অঞ্চল ফিরে পেতে সীমান্ত এলাকায় উত্তর কোরীয়সহ ৫০ হাজার সেনা জড়ো করেছে রাশিয়া।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer