ছবি- সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শিয়া ও সুন্নী উপজাতি গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় অন্তত ৮০ জন নিহতের জেরে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে সরকার।
রোববার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার কুররাম জেলায় দুই দফা হামলায় অন্তত ৩০ জনকে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সংকটজনক পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর, প্রাদেশিক আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে উপজাতি গোষ্ঠীর নেতাদের সাথে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার থেকে স্থানীয় বাগান, আলিজানসহ একাধিক উপজাতি গোষ্ঠীর তরুণ ও যুবকরা গোলাগুলিতে জড়িয়ে পড়ে।
তিনদিনে নিহত হয় অন্তত ৮০ জন; গুলিবিদ্ধ হয় দেড় শতাধিক। শুক্রবার রাতে আগুন দেয়া হয় অনেক বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে। এরআগে, পুলিশ পাহারায় থাকা সুন্নি মুসলিমদের গাড়ির বহরে গুলি করে হত্যা করা হয় অন্তত ৪৫ জনকে।