ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে হওয়া চার বছর আগের একটি মামলা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত শুক্রবার ফেডারেল প্রসিকিউটররা এ তথ্য জানান।
বার্তা সংস্থা বিবিসি’র তথ্যসূত্রে জানা গেছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলার শুনানির যে দিনটা ধার্য ছিল, তা স্থগিত করা হয়েছে।
মামলা স্থগিতাদশের বিষয়ে শুক্রবার আদালতে ফেডারেল প্রসিকিউটররা জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ট্রাম্পের অভূতপূর্ব বিজয় বিচারকার্য কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নির্ধারণে সাময় লাগবে। তাই ট্রাম্পের মামলার শুনানির যে দিন ধার্য করা হয়েছিল, তা স্থগিতের আবেদন করা হয়। পরে জেলা বিচারক তানিয়া চাটক্যান এ আবেদন মঞ্জুর করেন।
যুক্তরাষ্ট্রের ১৯৭০ সালের বিচার বিভাগীয় নীতিমালা অনুযায়ী, ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলার বিচার করা যায় না। মূলত এই নীতিমালার কারণেই ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার শুনানির দিন স্থগিত করতে বাধ্য হয়েছেন বিচারক।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ভোট সংগ্রহ ও সার্টিফিকেশন বাধাগ্রস্ত করেছিলেন বলে গত বছর তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তাঁর বিচার করা যেতে পারে।
সুপ্রিম কোর্টের ওই রায়ের পর ট্রাম্পের বিরুদ্ধে হওয়া নির্বাচনি মামলাটি অচলাবস্থায় পড়ে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, সুপ্রিম কোর্টের এই রায়ের কারণেই ট্রাম্প বিচারে ছাড় পেতে চলেছেন হয়তো।