Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ৬ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ফ্রান্সে অনাস্থা ভোটে সরকারের পতন

ফাইল ছবি

ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র তিন মাস পর তাঁকে এ পদ থেকে সরে যেতে হচ্ছে। কারণ সংসদ সদস্যরা তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ভোট দেওয়ার এ প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিল। 

বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন। ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৬২ সালে। কয়েক দশক পরে দেশটিতে আবার এমন পরিস্থিতি তৈরি হলো। এ ঘটনায় ফ্রান্সে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ল। রয়টার্স।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer