ফাইল ছবি
সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর অবশেষে খুলছে নটর ডেম ক্যাথেড্রাল। ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পর শনিবার থেকে আবারও আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ঐতিহাসিক স্থাপনাটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যাথেড্রাল চালু উপলক্ষে শনিবার প্যারিসে একটি অনুষ্ঠান আয়োজিত হবে। তাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকবেন।
২০১৯ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় মধ্য যুগের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা ও বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ আগুন লাগে। আগুনে ক্যাথেড্রালের চূড়া ও ছাদ ধসে পড়ে। যা প্রধান বেল টাওয়ার ও পুরো অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়। তবে অল্পের জন্য তা ধ্বংস হয়নি।
ঘটনাস্থলে থাকা প্যারিসের বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বহু মানুষ ভয়াবহ এই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন। এ ঘটনার পর এটি দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরপর গত পাঁচ বছর ধরে দ্বাদশ শতাব্দীতে গোথিক স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটি সংস্কার করা হয়।
সংস্কার কাজ শেষ হলে গত ২৯ নভেম্বর স্ত্রী ফার্স্টলেডি ব্রিজিত ম্যাক্রোকে নিয়ে ক্যাথেড্রাল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ভবনটির পুনর্নির্মাণে কাজ করা হাজার হাজার শ্রমিককে ধন্যবাদ জানান তিনি। ম্যাক্রোঁ বলেন, ‘নটর ডেমের অগ্নিকাণ্ড ছিল জাতির জন্য একটি ক্ষত এবং আপনারা সেই ক্ষত সারিয়ে তুলেছেন।’
অবশেশে শনিবার আনুষ্ঠানিকভাবে ৯ বছরের পুরনো স্থাপনাটি আবারও চালু হতে যাচ্ছে। শুক্রবার গভীর রাতে ম্যাক্রোঁর অফিস ও প্যারিস কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড বাতাসের কারণে পুরো উদযাপনটিই ক্যাথেড্রালের ভেতরে করা হতে পারে।
ক্যাথেড্রালটি সংস্কার করতে প্রায় ৭০ কোটি ইউরো খরচ হয়েছে। বিভিন্ন অনুদানের অর্থে সংস্কার কাজটি সম্পন্ন করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছিল, এটি আবার চালু করতে কয়েক দশক লেগে যেতে পারে। তবে তা মাত্র পাঁচ বছরেই করা সম্ভব হয়েছে।
নটর ডেম ক্যাথেড্রাল এমন সময় উদ্বোধন হতে যাচ্ছে যখন ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে। মাত্র তিন মাসের মাথায় চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন হয়েছে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন ম্যাক্রোঁ।