Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১, রোববার ১৫ ডিসেম্বর ২০২৪

থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালে বোমা বিস্ফোরণে নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালে বোমা বিস্ফোরণে নিহত ৩

ছবি- সংগৃহীত

থাইল্যান্ডের একটি মিউজিক ফেস্টিভ্যালে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। শুক্রবার মধ্যরাতের ঠিক আগে মিয়ানমার-থাইল্যান্ডের সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে এই ঘটনা ঘটে। 

উমফাং রেসকিউ গ্রুপ অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি বার্ষিক উৎসবে পারফরম্যান্সের সময় একটি বিস্ফোরক যন্ত্র ভিড়ের মধ্যে নিক্ষেপ করা হয়। থাই পুলিশ জানিয়েছে, শনিবার  এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং বলেছেন, স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পুরুষদের মধ্যে লড়াই হয়েছিলো। তবে সেটি বড় ধরনের কোনও নিরাপত্তা হুমকি ছিলো না। তিনি আরও বলেন, বিস্ফোরক ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা বলে প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা।সরকারের মুখপাত্র জিরায়ু হাউংসাপ বলেছেন, প্রধানমন্ত্রী ওই এলাকার নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদন্তের ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer