Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৩ ১৪৩১, বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪

জাপানে ম্যাকডোনাল্ডসে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১২, ১৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

জাপানে ম্যাকডোনাল্ডসে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

ফাইল ছবি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জনপ্রিয়ে রোস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে এক অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাতে দেশটির ফুকুওকা প্রিফেকচারের কিটাকিউশু শহরের ম্যাকডোনাল্ডসে এ ঘটনা ঘটে।

স্থানীয় জিজি নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছুরিকাঘাতের পর দুই শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে নারী শিক্ষার্থী নিহত হন এবং ছেলে শিক্ষার্থী বেঁচে আছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অজ্ঞাত ওই হামলাকারী রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাকে খুঁজছে।

সহিংস অপরাধ জাপানে বিরল। দেশটিতে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। তবে ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাসহ মাঝে মাঝে ছুরিকাঘাত এবং এমনকি বন্দুক হামলার ঘটনাও ঘটে।

এর আগে ২০১৯ সালে কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করে চালানো হামলায় ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত হন। আহত হন এক ডজনেরও বেশি মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer