Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৮ ১৪৩১, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

উগান্ডায় রহস্যময় ’ডিঙ্গা ডিঙ্গা’ রোগে আক্রান্ত শত শত নারী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

উগান্ডায় রহস্যময় ’ডিঙ্গা ডিঙ্গা’ রোগে আক্রান্ত শত শত নারী

ফাইল ছবি

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বুন্ডিবুগিও জেলা একটি অজানা রোগের সংক্রমণে আতঙ্কিত হয়ে উঠেছে। দেশটির শত শত নারী ও কিশোরী এই রোগে আক্রান্ত হচ্ছেন, যা উগান্ডার স্থানীয় ভাষায় 'ডিঙ্গা ডিঙ্গা' নামে পরিচিত। সোয়াহিলি ভাষায় 'ডিঙ্গা ডিঙ্গা' শব্দের অর্থ 'নাচের মতো কাঁপুনি' এবং রোগটি তেমনই অদ্ভুত উপসর্গ নিয়ে হাজির হয়েছে।

ডিঙ্গা ডিঙ্গা রোগের মূল উপসর্গ হলো ভয়াবহ কাঁপুনি, যা আক্রান্তদের শরীরে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আক্রান্তরা একদিকে যেমন প্রচণ্ড কাঁপুনির শিকার হন, অন্যদিকে দেখা যায় জ্বর, দুর্বলতা, এবং হাঁটাচলায় সমস্যা। কিছু ক্ষেত্রে আক্রান্তরা পঙ্গুও হয়ে যাচ্ছেন। তবে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

২০২৩ সালে প্রথমবারের মতো এই রহস্যময় রোগের কথা প্রকাশ্যে আসে। এটি দ্রুত ছড়িয়ে পড়ে উগান্ডার বিভিন্ন অঞ্চলে। রোগটির লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া এবং সারা শরীরে ব্যথা। স্থানীয় চিকিৎসকেরা সাধারণ অ্যান্টিবায়োটিক ও জ্বরের ওষুধ দিয়ে আক্রান্তদের চিকিৎসা করতে চেষ্টা করছেন।

যদিও অনেকেই ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করার চেষ্টা করছেন। তবে উগান্ডার জেলা স্বাস্থ্য কর্মকর্তা কিয়িতা ক্রিস্টোফার জানিয়েছেন। এখন পর্যন্ত কোনো ভেষজ ওষুধ দিয়ে রোগটির কার্যকর চিকিৎসা প্রমাণিত হয়নি। তিনি স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেছেন, কারণ এখন পর্যন্ত গবেষণা চললেও রোগটির উৎস বা কারণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

উগান্ডার স্বাস্থ্য দফতর রোগের উৎস সম্পর্কে জানতে পরীক্ষা চালাচ্ছে। তারা শ্বাসযন্ত্রের প্যাথোজেন যেমন ইনফ্লুয়েঞ্জা, কোভিড-১৯, ম্যালেরিয়া বা হামের মতো ভাইরাসগুলিকে এর কারণ হতে পারে কিনা, তা নিয়ে গবেষণা করছে। তবে, পরীক্ষার ফলাফল এখনো আসেনি, তাই সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer