Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দেবেন বাইডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা দেবেন বাইডেন

ফাইল ছবি

ক্ষমতা ছাড়ার আগে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন বাইডেন।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।প্রতিবেদনে বলা হয়েছে, একটি সূত্র দাবি করছে, এই ধরনের সিদ্ধান্তের ফলে ইউক্রেন বিষয়ে আলোচনায় নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারকে সুবিধা করে দেবে বলে অভিযোগ করা হচ্ছে

সূত্রের মতে, ইউরোপের বাইরের দেশগুলোতে রাশিয়ান তেল পরিবহনকারী বিদেশি জাহাজগুলোর ওপরে মার্কিন এই নিষেধাজ্ঞা বহাল হতে পারে। 

তবে, রাশিয়ার তেল রপ্তানিকারকদের এখনো নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

রাশিয়ান জ্বালানি কোম্পানিগুলো যে ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন করে সেগুলোর লাইসেন্স প্রত্যাহারও সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer