Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৯ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৩১ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে হবে এই অনুষ্ঠান। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে কার্টারের সম্মানে ৯ জানুয়ারি সারা দেশে শোক পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কার্টারের মৃত্যুতে ছয় দিন ব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলবে যুক্তরাষ্ট্রে। শুরু হবে আগামী শনিবার। এ সময় কার্টারের দেহাবশেষ মোটর শোভাযাত্রায় তার জন্মস্থান জর্জিয়ায় যাবে।

যেখানে কার্টার বেড়ে উঠেছেন সেখানে থামবে মোটর শোভাযাত্রা। এরপর সেখানে ন্যাশনাল পার্ক সার্ভিস ঐতিহাসিক ৩৯ বার ঘণ্টা বাজাবেন। কারণ কার্টার ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন

জর্জিয়ার আনুষ্ঠানিকতা শেষে কার্টারের দেহাবশেষ আটলান্টায় নিয়ে যাওয়া হবে। সেখানে কার্টার প্রেসিডেন্সিয়াল সেন্টারে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত তার দেহাবশেষ রাখা হবে।  তারপরে তার মরদেহ আবার ওয়াশিংটন ডিসিতে নিয়ে যাওয়া হবে। সেখানে ইউএস ক্যাপিটল ভবনে তার দেহাবশেষ সংরক্ষণ করা হবে, জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পর্যন্ত

ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকেও ৯ জানুয়ারি জর্জিয়ায় ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে

এরপর জর্জিয়ার প্লেইনসে স্ত্রী রোজালিন কার্টারের পাশে সমাধিস্থ করা হবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারকে।

জর্জিয়ার চিনাবাদাম চাষী থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়া জিমি কার্টার হোয়াইট হাউজে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত কাটান। এক মেয়াদেই প্রেসিডেন্ট ছিলেন তিনি। 

এ সময় মার্কিন অর্থনীতি ও ইরানের জিম্মি সংকটের সঙ্গে তকে যেমন লড়াই করতে হয়েছে তেমনি ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি স্থাপন করার মতো সাফল্য অর্জন করেন শতবর্ষী কার্টার। পরে তার মানবিক কাজের জন্য তাকে দেয়া হয় সম্মানসূচক নোবেল পুরস্কার।

গত রোববার ১০০ বছর বয়সে জর্জিয়ার প্লেইনসে মারা যান জিমি কার্টার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer