ছবি- সংগৃহীত
কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। তুষার ঝড়ের কারণে এই দুর্ঘটনায় অন্তত ৯৫টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। তবে কারও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। শুক্রবার দুপুর দেড়টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা-শুচিনস্ক হাইওয়ে সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। খবর: এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, তুষার ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে অন্তত ৯৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেয়ার কাজ করেছে পুলিশ। ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর কাজে লাগানো হয়। সড়কে সব ধরণের যান চলাচল সীমিত করা হয়েছে
কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল এক বিবৃতিতে বলেছে, গতিসীমা এবং নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।