ছবি- সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন।শনিবার এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্বাভাবিকভাবেই রাস্তায় গাড়ি চলছিল। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগুনের কুণ্ডলীও দেখা যায়।
বেলুচিস্তানে অনেক দিন ধরেই সংঘাতের ঘটনা ঘটেছ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিট স্টাডিজের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে পাকিস্তানে ২৫৪৬ জন এমন হামলা ও বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৭৮২ জনই বেলুচিস্তানের।