ফাইল ছবি
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার এক বিৃবতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের দোষারোপ করা ইসলামাবাদের ‘পুরনো অভ্যাস’। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, কাবুল দাবি করেছে যে গত বছরের ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার প্রতিবেদনগুলো দেখেছি। যাতে বেশ কয়েকটি মূল্যবান প্রাণ চলে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে নিরপরাধ বেসামরিকদের উপর যে কোনো হামলার নিন্দা জানাই। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের একটি পুরানো অভ্যাস। আমরা এই বিষয়ে একজন আফগান মুখপাত্রের প্রতিক্রিয়াও লক্ষ্য করেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ২৪ ডিসেম্বর পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয়। এতে আশপাশের সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকার কথা জানিয়েছে স্থানীয়রা।
এদিকে আফগানিস্তান এই নৃশংস কাজটিকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসন বলে মনে করে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানকে এই কাপুরুষোচিত কাজের জবাব দিতে হবে।
এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টেও পাকিস্তানের হামলার সমালোচনা করেন জয়সওয়াল।