ছবি- সংগৃহীত
এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষার দেখা যেতে পারে আমেরিকায়। এমনই আভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ধেয়ে আসছে শীতকালীন ঝড়। কর্তৃপক্ষ এই ঝড় মোকাবিলায় জারি করেছে ‘উচ্চ সতর্কতা’। লাখো মার্কিনী এই শক্তিশালী ঝড় মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। জরুরি অবস্থা জারি করেছে দেশটির ৭ অঙ্গরাজ্য।
সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, উত্তর-পূর্ব কানসাস থেকে উত্তর-মধ্য মিসৌরি পর্যন্ত অঞ্চলগুলো এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের মুখোমুখি হতে পারে। এ কারণে কানসাস, মিসৌরি, কেনটাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস ও নিজ জার্সির কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সোমবার বন্ধ রাখা হয় এসব এলাকার অনেক স্কুল ও সরকারি দফতর। এদিন কানসাস ও ইন্ডিয়ানাসহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত বেশি হয়। রাস্তায় সাদা কম্বলের মতো জমে আছে এসব তুষার। কয়েকটি এলাকায় ১৪ ইঞ্জি উঁচু তুষার জমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এ ছাড়া তুষারঝড়েরও আভাস দেওয়া হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এক দশকের বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিম শীতল তাপমাত্রাসহ ‘তুষার ঝড়ের পরিস্থিতি’ বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ঝড়টি আমেরিকার মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে।
এদিকে একটি ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে এরই মধ্যে আমেরিকায় ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ৮৬ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।