ফাইল ছবি
লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই হলিউড! বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও পড়েছে আগুনের গ্রাসে। পুড়ে ছাই হয়ে গেছে ক্যারি এলওয়েসের বাড়িও। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে হলিউড তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন।
ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।
লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস। হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে গেছে হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা।