Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩১, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫

হোয়াইট হাউসে ট্রাম্প : স্বাগত জানালেন বাইডেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৭, ২০ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

হোয়াইট হাউসে ট্রাম্প : স্বাগত জানালেন বাইডেন

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন জো বাইডেন।বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তাকে স্বাগত জানান জো বাইডেন। জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ছিলেন।

আর ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া।এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জনতার উদ্দেশেও কিছু বলেননি তিনি।

ট্রাম্পের হোয়াইট হাউসে প্রবেশের সময় জো বাইডেনের কাছে তার অনুভূতি জানতে চাওয়া হয়।

তিনি এক শব্দে বলেন, ‘ভালো।’হোয়াইট হাউসে বিদায়ি ও নবাগত প্রেসিডেন্টের রূদ্ধদ্বার ‘টি মিটিং’ (চা সেশন) অনুষ্ঠিত হবে। ১৮৩৭ সাল থেকে দেশটিতে এই চর্চা রয়েছে।

হোয়াইট হাউসে প্রবেশের কিছুক্ষণ আগে উল্টো দিকে অবস্থিত সেন্ট জন্স চার্চে যান ট্রাম্প।এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ পরিবারের সদস্যরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer