Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

চার ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮০ ফিলিস্তিনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ২৫ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

চার ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮০ ফিলিস্তিনি

ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তির জন্য আরও চারজন ইসরায়েলি জিম্মির নাম ঘোষণা করেছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।স্থানীয় সময় শনিবার তাদের মুক্তি দেওয়া হতে পারে। বিনিময়ে ১৮০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, এই চারজন হলেন ইসরায়েলি সেনা কারিনা আরিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। তারা সবাই ইসরায়েল-গাজা সীমান্তে নজরদারির কাজে নিয়োজিত একটি ইউনিটের অংশ ছিলেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ইসরায়েলে কারাগারে আটক থাকা ১৮০ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই ৪ জন জিম্মিকে ছেড়ে দিচ্ছে হামাস।

গাজা উপত্যকায় দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer