ফাইল ছবি
গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপে পরপর বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে অসংখ্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।
খবরে বলা হয়েছে, শনিবার থেকে রোববার পর্যন্ত সময়ের মধ্যে এজিয়ান সাগরের তীরে গ্রিসের সান্টোরিনি দ্বীপে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৬ মাত্রার।
এথেন্স বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জিওফিঝিক্স-এর তথ্য মতে, রোববার পরপর ৪.১ ও ৪.৫ মাত্রার দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে সান্টোরিনি দ্বীপ। এর আগে কয়েক ঘন্টার মধ্যে আরও ১১টি ভূমিকম্প আঘাত হেনেছিল।
একের পর এক ভূমিকম্পের পর সান্টোরিনির স্কুলগুলো সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নাগরিক সুরক্ষামন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।
সান্টোরিনি ও এর আশপাশে ছোট ছোট দ্বীপগুলো বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত। তবে এথেন্স নিউজ এজেন্সি অনুসারে, কর্তৃপক্ষ জানিয়েছে যে ভূমিকম্পগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নয়, বরং টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়েছে।
গ্রীক কর্তৃপক্ষ নাগরিকদের ওই এলাকায় বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট কিছু জনবহুল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
সান্টোরিনি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় দ্বীপপুঞ্জগুলোর একটি। এর জনসংখ্যা মাত্র ১৫ হাজার ৫০০। কিন্তু ২০২৩ সালে ৩৪ লাখ দর্শনার্থী এখানে এসেছিলেন। একে অতি পর্যটনের ঘটনা অভিহিত করে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।