Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডির কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডির কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা

ফাইল ছবি

মার্কিন ত্রাণ সংস্থা ইউএসএআইডিকে বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই মধ্যে বিশ্বব্যাপী এই ত্রাণ সংস্থার কর্মীদের বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংস্থার পক্ষে বিদেশে কর্মরত কয়েক হাজার মার্কিন নাগরিককে দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে ট্রাম্প প্রশাসন একটি নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় ঘোষণা করা হয়, সরকার বিশ্বব্যাপী ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সরাসরি নিয়োগপ্রাপ্ত সমস্ত কর্মচারীকে ছুটি দিতে এবং বিদেশে কাজ করা হাজার হাজার কর্মীকে দেশে ফেরার আহ্বান জানাতে যাচ্ছে।’ 

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার পরই ত্রাণ সংস্থা ইউএসএআইডির অর্থায়ন স্থগিত করা হয়। সেই সঙ্গে এর বেশ কয়েকজন কর্মীকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়। সেই থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল, ত্রাণ সংস্থাটি বন্ধ করে দেয়া হতে পারে। 

এমন গুঞ্জনের মধ্যে গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউএসএআইডি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এটি একগুচ্ছ র‌্যাডিক্যাল পাগলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা তাদের বের করে দিতে যাচ্ছি এবং তারপরে আমরা সংস্থার বিষয়ে সিদ্ধান্ত নেব।’ এরপর সোমবার (৩ ফেব্রুয়ারি) ইলন মাস্ক জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করতে রাজি হয়েছেন। 
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer