Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩১, মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো ২২ লাশ উদ্ধার : নিহত বেড়ে ৪৮ হাজার ২০০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো ২২ লাশ উদ্ধার : নিহত বেড়ে ৪৮ হাজার ২০০

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো ২২ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ২০০-এ পৌঁছেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবে এর পরও ধ্বংসস্তূপের নিচে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে।

শনিবার বার্তাসংস্থা আনাদোলু-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরো ২২ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ১৮১ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, আরো ৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৩৮ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে ৫৭২ জনের লাশ উদ্ধার করেছেন। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer