![ইমরানের মুক্তি চাইলেন মার্কিন কংগ্রেস সদস্য ইমরানের মুক্তি চাইলেন মার্কিন কংগ্রেস সদস্য](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/ik-2502100920.jpg)
ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের কারামুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসের সদস্য জো উইলসন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে লেখা এক চিঠিতে ইমরানের মুক্তির জন্য জোড়াল আহ্বান জানান উইলসন। দ্য নিউজের বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে জিও নিউজ।
চিঠিতে উইলসন বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে ইমরানের মুক্তির পদক্ষেপ। চিঠিটি তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত থাকব। পাকিস্তান গণতান্ত্রিক হলে মার্কিন-পাকিস্তান সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হবে। ইমরান খানকে মুক্ত করুন।