![গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত কমপক্ষে ৫১ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত কমপক্ষে ৫১](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/acc-2502111052.jpg)
ছবি- সংগৃহীত
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির রাজধানী গুয়াতেমালা সিটিতে একটি বাস সেতু থেকে ছিটকে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।এই ঘটনায় অনেকে বাসের ভেতর আটকা পড়েছেন বলেও জানানো হয়েছে।
দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, বাসটিতে প্রচণ্ড ভিড় ছিল। সান আগস্টিন আকাসাগুয়াস্টলান শহর থেকে রাজধানীতে যাচ্ছিল বাসটি। এ সময় একটি ব্যস্ত রাস্তার পুয়েন্তে বেলিস থেকে প্রায় ২০ মিটার দূরে পড়ে যায় বাসটি। পুয়েন্তে বেলিস একটি হাইওয়ে ব্রিজ যা একটি রাস্তা এবং খালের উপর দিয়ে পার হতে হয়।
মুখপাত্র কার্লোস হার্নান্দেজ আরও জানান, প্রাদেশিক মর্গে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ পাঠানো হয়েছে।এদিকে সোশ্যাল মিডিয়ায় দমকল বিভাগের শেয়ার করা ছবিতে দেখা গেছে যে বাসটির একটি অংশ বর্জ্যের পানিতে ডুবে আছে এবং চারপাশে মরদেহ পড়ে আছে।
এ ঘটনায় গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী এবং দুর্যোগ সংস্থা মোতায়েন করেছেন।