![শবেবরাতে মসজিদে নববীতে ঝুমবৃষ্টি শবেবরাতে মসজিদে নববীতে ঝুমবৃষ্টি](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/rain_medina-2502142020.jpg)
ফাইল ছবি
সৌদি আরবের পবিত্র শহর মদিনায় বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে ভিজেছে মসজিদে নববী ও তার আশপাশের এলাকা। দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, মসজিদ প্রাঙ্গণ ও বিখ্যাত সবুজ গম্বুজটি ঝুমবৃষ্টিতে ভিজছে।
এদিকে আর মাত্র ১৫দিন পর সৌদি আরবে শুরু হবে পবিত্র রমজান। এই সময় মক্কার কাবা শরিফে সাধারণ সময়ের চেয়ে বেশি মানুষ ওমরাহ করতে যাবেন। আর ওমরাহ শেষে বেশিরভাগ মুসল্লিই মদিনার মসজিদে নববীতে যান। যেখানে শায়িত আছেন নবী হজরত মোহাম্মদ (সা.)। তার কবর জিয়ারত করা ছাড়াও মসজিদে নববীতে নামাজ পড়েন তারা।
বিশ্বের বিভিন্ন দেশে শাবানের ১৫তম রাতে শবেবরাত পালন করা হয়। তবে সৌদিতে এটির প্রচলন নেই। তাই এদিনে মক্কার কাবা ও মসজিদে নববীতে নেই বিশেষ কোনো আয়োজন। সেখানে এই দিনটি অন্য সাধারণ দিনগুলোর মতোই ইবাদতে-বন্দেগিতে সময় কাটান সবাই।
তবে রমজানকে সামনে রেখে কাবা ও মদিনায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গত সোমবার ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, আধুনিক যন্ত্র ব্যবহার করে পরিষ্কার করা হচ্ছে কাবার কার্পেটগুলো।