Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২ ১৪৩১, শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

আইসিসির প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের এক নেতার বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এতে ক্ষোভ প্রকাশ করে ইসরাইল। সেই ক্ষোভ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হয়ে আইসিসির ওপরে এসে পড়েছে। ট্রাম্প এর আগেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয় করিম খানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

 এতে বলা হয়, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস অ্যান্ড বøকড পার্সন্স লিস্টে যুক্ত করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অথবা ইসরাইল কোনো দেশই রোম স্ট্যাটু অথবা আইসিসির সদস্য নয়। ফলে তাদের বিরুদ্ধে বিচার করার এক্তিয়ার নেই আইসিসির। দুই দেশই সামরিকভাবে গণতান্ত্রিক দেশ। যুদ্ধের আইন কঠোরভাবে মেনে চলে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer