Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৮ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানার হুমকি নেতানিয়াহুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানার হুমকি নেতানিয়াহুর

ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরাইল। রোববার তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সাম্প্রতিক বছরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরাইল ও ইরানের মধ্যে। গাজা যুদ্ধের জেরে গেল বছর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। চলতি বছর ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিষয়টিকে আর একটু উসকে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। গেল ১৬ মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব।

সংবাদ সম্মেলনে মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেয়া হবে না। মধ্যপ্রাচ্যজুরে ইরানের ছত্রছায়ায় গড়ে ওঠা বিভিন্ন সশস্ত্র শক্তিকে মোকাবিলার ঘোষণা দেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে কোনো দিন পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে দেয়া হবে না। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে আর তা হলো ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবিলা করতে হবে।

এদিন ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করেন তিনি। যদিও, এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

তবে, নেতানিয়াহু ও মার্কোর এই মন্তব্য ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer