Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৬ ১৪৩১, রোববার ০২ মার্চ ২০২৫

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক :মেক্সিকো-কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক থাকছেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক :মেক্সিকো-কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক থাকছেই

ফাইল ছবি

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই শুল্ক আরোপে কঠোর নীতি অবলম্বন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সেই শুল্ক নীতি থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডাও। এ দুই দেশের পণ্যে এবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে মেক্সিকো ও কানাডার সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ ক্রসিং হ্রাস পেয়েছে বলে জানান ট্রাম্প। এর পরও দুই প্রতিবেশীর ওপর ট্যাক্স ধার্য করা থেকে নিজেকে বিরত রাখবেন না বলে ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, ফেন্টানাইলের কারণে আমরা লাখ লাখ মানুষ হারিয়েছি। এর বেশির ভাগই আসে চীন থেকে। এটি আসে মূলত মেক্সিকো এবং কানাডার মাধ্যমে। আমি আপনাদের বলতে চাই, ২ এপ্রিল থেকে শুল্ক ধার্য চলবে। আপনারা এমন কিছু দেখতে যাচ্ছেন, যা আশ্চর্যজনক হতে চলেছে। মন্ত্রিসভায় ইলন মাস্ক কেবল উপস্থিতই ছিলেন না, হয়ে উঠেছিলেন মধ্যমণিও। সেখানে তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে জানান। 

এদিকে ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করতে দেওয়া হয়নি বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ আরও কিছু সংবাদমাধ্যমকে। 

প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস মিডিয়া কভারেজ নিয়ে নতুন যে নীতি গ্রহণ করেছে, সেটির অংশ হিসেবেই এসব সংবাদমাধ্যমের সাংবাদিক-প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া কোনো সাংবাদিক, লেখক এবং কোনো সংবাদমাধ্যম বা প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ, বা বই প্রকাশ করে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন– ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোকে আরও বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে ভারসাম্যপূর্ণ বাজেট তৈরিতে সরকারের ব্যয় কমানোর ওপর জোর দেন ট্রাম্প। খবর রয়টার্স ও সিএনএনের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer