Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৪ ১৪৩১, সোমবার ১০ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৯ মার্চ ২০২৫

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক শহরে দুর্বৃত্তের গুলিতে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলি বিনিময় হয়। 

পুলিশ জানায়, ২৬ বছর বয়সী নিহত জোসেফ অ্যাজকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউয়ার্ক পুলিশ বিভাগে পাঁচ বছর ধরে কাজ করছিলেন। ওই ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা যান। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।

শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। তখনই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সী সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে।  

এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস বিবৃতিতে বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তারা সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন। গত রাতের এই ঘটনা নিহতের পরিবার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের শোকে আচ্ছন্ন করেছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer