
ফাইল ছবি
গাজায় নতুন করে বিমান হামলা চালানোর ঘটনায় ‘ক্ষোভ’ প্রকাশ করায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘নৈতিকভাবে দেউলিয়া’ বলে আখ্যা দিয়েছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টাইন বলেন, ‘আপনি (আন্তোনিও গুতেরেস) জাতিসংঘের মহাসচিব হওয়ায় আমরা ক্ষুব্ধ।’
মারমোরস্টাইন জাতিসংঘ প্রধানকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়ানোর জন্য মার্কিন প্রস্তাবের কথা উল্লেখ না করার জন্য অভিযুক্ত করেছেন।
গুতেরেসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, আমরা আপনার নৈতিক দেউলিয়াত্বে ক্ষুব্ধ।’
এদিকে, ইসরাইলি হামলায় নতুন করে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। চারদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ। কিন্তু নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ওষুধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই!
গাজায় ইসরাইলি হামলার সবশেষ শিকারদের চিকিৎসার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেখানকার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান চিকিৎসক মুস্তাফা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে ডা. মুস্তাফা বলেন,আমাদের সব ব্যথানাশক শেষ হয়ে গেছে। আমরা কাউকে শান্ত করতে পারছি না। আমরা তাদের কোনো ব্যথানাশক ওষুধ দিতে পারছি না।
ডা. মুস্তাফা আরও বলেন, ‘সাতটি মেয়ের পা কেটে ফেলা হচ্ছে – কোনো অ্যানেস্থেশিয়া নেই। বোমা হামলা এখনো চলছে। ঘরটি এখনো কাঁপছে।’