
ছবি- সংগৃহীত
মিশর উপকূলে পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। লোহিত সাগরে ৪৪ জন যাত্রী নিয়ে ভ্রমণ করছিল সিন্দবাদ নামের সাবমেরিন। আকস্মিক তা দুর্ঘটনায় পড়ে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হারগাদা অবকাশ যাপন কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। এরপর উদ্ধারকারীরা ২৯ জনকে উদ্ধার করেছেন।
কায়রোতে অবস্থিত রাশিয়ার দূতাবাস বলেছে, মৃতদের মধ্যে চারজন রাশিয়ান নাগরিক। পর্যটকবাহী এই সাবমেরিন দুর্ঘটনার সময় রেড সি সিকিউরিটি ডিরেক্টরেট একটি রিপোর্ট পায়। তাতে বলা হয়, বন্দরের কাছেই দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে রেড সি হেলথ ডিরেক্টরেট এবং ইজিপশিয়ান এম্বুলেন্সে অথরিটি।
ঘটনাস্থলে ও এর আশপাশে ২১টি এম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদেরকে আল কাওথারসহ স্থানীয় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। যাত্রীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক আছেন বলে কোনো কোনো রিপোর্টে দাবি করা হচ্ছে। তবে ফেসবুকে রাশিয়ার দূতাবাস দাবি করেছে, সব পর্যটক রাশিয়ার।