Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৯ ১৪৩১, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫

মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ : আহত ১৪৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

মালয়েশিয়ায় গ্যাসলাইনে বিস্ফোরণ : আহত ১৪৫

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার  রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান পেট্রোনাসের পাইপলাইনে একটি লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম বেরনামা জানিয়েছে, দুর্ঘটনার পর চিকিৎসার জন্য ১৪৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। দগ্ধ হওয়াসহ অন্যান্য আঘাত এবং শ্বাসনালীর সমস্যার জন্য তাদের চিকিৎসা করা হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় ৪১ জনকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

মঙ্গলবার ভোরবেলা রাজধানী কুয়ালালামপুরের পাশে পুচোং শহরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের কমলা শিখা ও কালো ধোঁয়া এত বিশাল আকার ধারণ করেছিল যে, তা বহু দূর থেকেই দেখা যাচ্ছিল

কর্তৃপক্ষ জানিয়েছে, বিকাল নাগাদ তারা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে অন্তত ৩০৫ জন মানুষ এবং ১৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে ভর্তিকৃতদের সবার অবস্থাই স্থিতিশীল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer