Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২০ ১৪৩১, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩০০০ ছাড়াল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

মায়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩০০০ ছাড়াল

ফাইল ছবি

মায়ানমারে এক শতকের মধ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।

গত শুক্রবার আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পের সবচেয়ে তীব্র প্রভাব পড়ে মান্দালয় শহরে। ভূমিকম্পবিধ্বস্ত অনেক এলাকায় আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিও দেখা দিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।

তারা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সরকারি সহযোগিতা চাওয়ার পর বুধবার মিয়ানমারের জান্তা ২০ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যম এমআরটিভি।

ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে এ যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে জানিয়ে বিদ্রোহীরা হামলা চালালে পাল্টা ‘যথোপযুক্ত ব্যবস্থা’ নেওয়ারও হুমকি দিয়েছে জান্তা, এমআরটিভির বরাত দিয়ে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহের ভূমিকম্পের পর মায়ানমারে মানবিক সংকট মারাত্মকভাবে বেড়েছে। আনুষ্ঠানিকভাবে জান্তার দেওয়া মৃতের সংখ্যা যা বলা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও বিভিন্ন বিদেশি সরকার ভূমিকম্প আক্রান্ত অঞ্চলে উদ্ধারকর্মী ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer