Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২১ ১৪৩১, শনিবার ০৫ এপ্রিল ২০২৫

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র : নিহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র : নিহত ৭

ছবি- সংগৃহীত

শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নিহত হয়েছেন অন্তত ৭ জন। আবহাওয়াবিদরা বলছেন, টর্নেডোর আশঙ্কা এখনো কাটেনি। বেশ কয়েকটি অঙ্গরাজ্য টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে।

ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর লাখ লাখ বাসিন্দা।

এদিকে, ঝড়ের আশঙ্কা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর। বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা ও শক্তিশালী বাতাসের কারণে ঝড় আরও তীব্র হচ্ছে। 

তারা জানান, আরও এক দফা টর্নেডো আঘাত হানতে পারে আরকানসাস, টেনেসি ও মিসিসিপিতে। এই অঞ্চলে শনিবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। টানা ভারি বৃষ্টির কারণে আরকানসাস, মিসৌরি, টেনেসি ও মিসিসিপি অঙ্গরাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে বিপর্যস্ত এলাকাগুলোতে। জরুরি সহায়তা দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের। তবে টর্নেডো ও বন্যার আশঙ্কার কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer