Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২২ ১৪৩১, রোববার ০৬ এপ্রিল ২০২৫

‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ৫ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।সম্প্রতি এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে।রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।’

ট্রাম্প বলেন, ‘আমিই এর প্রথম ক্রেতা। এটি বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?’

এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’

সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যে মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন ‘১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন-এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer