Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২২ ১৪৩১, রোববার ০৬ এপ্রিল ২০২৫

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৫ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ৬৮২ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এরমধ্যে বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর অবৈধ অভিবাসীদের ধরতে শুরু হয় অভিযান। হাজার হাজার অবৈধ অভিবাসীকে আটকের পর পাঠানো হয় নিজ নিজ দেশে।

চলতি বছরের প্রথম ৩ মাসেই বহু ভারতীয়কে পাঠানো হয়েছে দেশে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত কয়েক দফায় ফেরত এসেছে ৬৮২ জন ভারতীয় নাগরিক। এর মধ্যে বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী। যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়।

স্থানীয় সময় শুক্রবার ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, অবৈধ অভিবাসন ও মানব পাচার রুখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ভারত সরকার। যাদেরকে ফেরত পাঠানো হয়েছে, তারা ভারতের নাগরিক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে ভারতের অবস্থান কঠোর বলেও দাবি করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারদের যুক্তরাষ্ট্রে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর দিচ্ছে মোদি সরকার। মার্কিন কর্তৃপক্ষ যে ভারতীয় নাগরিকদের তালিকা পাঠায়, তা গুরুত্ব সহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer