
ছবি- সংগৃহীত
এক ব্যক্তির অনুপ্রবেশের জেরে আচমকা লকডাউন ঘোষণা করা হয় কানাডার পার্লামেন্ট এবং সংলগ্ন এলাকায়। অটোয়া পুলিশ জানিয়েছে, শনিবার এক সন্দেহভাজন লুকিয়ে হঠাৎ পার্লামেন্টের মধ্যে ঢুকে পড়েন। জানতে পেরে পার্লামেন্টে অভিযান চালায় পুলিশ। এলাকার বাসিন্দাদের সতর্ক করে লকডাউন জারি করে দেওয়া হয়।
গভীর রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, অনুমোদন ছাড়াই পার্লামেন্ট হিল ভবনের ইস্ট ব্লকে এক যুবক ঢুকে পড়েছিলেন। দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন। কী ভাবে নিরাপত্তা এড়িয়ে তিনি ওই ভবনে ঢুকলেন, তাঁর কাছে অস্ত্র ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অটোয়া পুলিশ এবং পার্লামেন্টারি প্রোটেকটিভ সার্ভিসেস ওয়েলিংটন স্ট্রিটের পার্লামেন্ট হিলের ইস্ট ব্লকে পৌঁছায়। তবে, দুপুর ২.৪৫ মিনিটে সতর্কতা জারি করে ভিতরে থাকা লোকজনকে নিকটতম ঘরে আশ্রয় নিতে বলা হয়। সমস্ত দরজা বন্ধ করে লুকিয়ে থাকতে বলা হয়। পরে, অটোয়া পুলিশ এক্সে একটি পোস্ট করে জানায় , 'এই মুহূর্তে পার্লামেন্ট হিলে পুলিশ অভিযান চলছে। অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে আপাতত লকডাউন বহাল থাকবে। পুলিশ এলাকাটিকে নিরাপদ রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা করছে।
সংশ্লিষ্ট এলাকা থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা এই মুহূর্তে এই এলাকায় নেই, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তাঁরা দূরে থাকুন। লকডাউনের মধ্যে এই এলাকায় কেউ আসার চেষ্টা করবেন না। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন এবং নিরাপদ থাকুন।’’এই ঘোষণার বেশ কয়েক ঘণ্টা পরে অটোয়া পুলিশ জানায়, পার্লামেন্ট ভবনে পুলিশি অভিযান শেষ হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডো ইস্তফা দেওয়ার পর কানাডার নতুন প্রধানমন্ত্রী হন মার্ক কার্নে। শপথগ্রহণের ন’দিনের মাথায় পার্লামেন্ট ভেঙে দেন তিনি। নতুন সরকার গড়তে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করে দেন। কানাডায় ভোট হবে আগামী ২৮ এপ্রিল।