Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা : নিহত ৩৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১৮ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা : নিহত ৩৮

ফাইল ছবি

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবারের  এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত একমাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক

ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

হুথিদের দেয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, বন্দরটি ধ্বংস হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির তথ্যানুযায়ী, রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়।

হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়ছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইল সংশ্লিষ্ট বাণজ্যিক জাহাজে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে।

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer