Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩২, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

ভ্লাদিমির, থামো : কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২৫ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

ভ্লাদিমির, থামো : কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প

ফাইল ছবি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ বছরের সবচেয়ে বড় এই হামলায় আহত হয়েছেন ৯০ জন। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘ভ্লাদিমির, থামো!’ খবর রয়টার্সের 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, কিয়েভে রাশিয়ার হামলা আমি পছন্দ করি না। এটা অপ্রয়োজনীয় এবং খুব খারাপ সময়ে হয়েছে। ভ্লাদিমির, থামো! সপ্তাহে ৫ হাজার সেনা মারা যাচ্ছে। শান্তি চুক্তি শেষ করি!

এদিকে হোয়াইট হাউজ হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিগগিরই অগ্রগতি না হলে তারা শান্তি প্রচেষ্টা বন্ধ করে দেবে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। জেলেনস্কি বলেছিলেন, ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্ব কিয়েভ মানবে না। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে। কিয়েভে ১৩টি স্থানে উদ্ধারকারী দল কাজ করছে। ৪০টি স্থানে আগুন লেগেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer