
ফাইল ছবি
ইউক্রেনের কাছ থেকে দখল করা উপদ্বীপ রাশিয়ারই থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সাক্ষাতকারে তিনি একথা জানান।তিনি বলেন, ‘ক্রিমিয়া নিয়ে আমার কিছু বলার নেই। এটা যুদ্ধের ইস্যু নয়।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। সম্প্রতি ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন, ‘যদি আপনি ক্রিমিয়া রাখতেই চান, তবে ১১ বছর আগে এটি নিয়ে যুদ্ধ করেননি কেন?’
একই সাক্ষাতকারে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় ন্যাটো যোগদানের ইস্যু নিয়েই যুদ্ধ শুরু হয়েছে।