
ছবি- সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলাকালীন বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
সোমবার বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান ওয়াজির জানান, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে পড়ে যেখানে সভা চলছিল।
এই হামলার পেছনে কে বা কারা রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধারকারী দল এবং স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিস্ফোরণ জড়িতদের খুঁজে বের করার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।