ঢাকা : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে প্রতিযোগিতা থেকে সরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন, তার ‘রাজনৈতিক বিপ্লব অবশ্যই অব্যাহত থাকবে’।
একইসঙ্গে তিনি তার সমর্থকদের ডেমক্রেটিক পার্টির সংস্কারে সহায়তা করার আহবান জানিয়েছেন।
তবে তিনি রিপাবলিকান দলের সবচেয়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কারণে তার প্রতিদ্বন্দ্বী হিলারির সঙ্গে কাজ করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান।
স্যান্ডার্স বৃহস্পতিবার তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমানে প্রধান রাজনৈতিক কাজ হল ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি ঘটানো।’
তিনি বলেন, ‘এবং আমি ব্যক্তিগতভাবে এই স্বল্প সময়ের মধ্যে এ প্রক্রিয়ায় ভূমিকা রাখতে আগ্রহী।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন গত সপ্তাহেই নিশ্চিত করেছেন। আগামী মাসে ডেমোক্রাট দলের জাতীয় সম্মেলনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।
স্বঘোষিত ডেমোক্রাট সমাজবাদী স্যান্ডার্স বলেন, ‘আমেরিকাকে নতুন করে সৃষ্টি করতে আমাদের তৃণমূল পর্যায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা জানি, আমরা সেটা হতে পারবো এবং আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় ডেমোক্রাট জাতীয় সম্মেলনে আমাদের অবশ্যই শক্তি অর্জন করতে হবে।’
ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর ৭৪ বছর বয়সী স্যান্ডার্স গত বছর প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রচারণা শুরু করেন। তিনি বলেন, ‘আমেরিকাকে পরিবর্তন করার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং এ প্রচেষ্টা আগামীকাল, আগামী সপ্তাহ, আগামী বছর এমনকি ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে।’
তিনি তার প্রচারণাকালে শ্রম, মানবাধিকার, পরিবেশ, নারী ও সমকামীদের অধিকারের প্রতি সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।